আদৌ জানি না এসব শব্দ
পদ্য হয়েছে কিনা
কতটা মানলে, টানলে বাড়ে
কবিতার পরিসীমা
হাজার হাজার শব্দের এই কাটাকুটি খেলা কতটা কবিতা হল আর কতটাই বা ছাইপাঁশ; সেই গুরুদায়িত্ব পাঠক-পাঠিকাদের ওপরই ছাড়লাম। আমি বরং এটাকে এই অস্থির সময়ের এক সহযাত্রী হিসেবে যাত্রাপথে কিছুটা আলাপ হিসেবে ধরে নিচ্ছি। এতে আমার উদগ্রীব অবস্থা কিছুটা প্রশমিত হবে বলে বিশ্বাস।
ঘুম যখন চিরন্তন একটু জেগে নেওয়া যাক বরং…

ANYA RAGHUBIR BHINNO JANAKI 


Reviews
There are no reviews yet.